০৪ জুলাই ২০২৪, ০৮:২৪

চিরকুট লিখে নিখোঁজ কলেজছাত্রী নিজেই হাজির বাড়ি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা  © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চিরকুট লিখে নিখোঁজ এক ছাত্রী বাড়িতে ফিরে এসেছেন। সোমবার রাতে ‘নিখোঁজ’ হওয়ার পর মঙ্গলবার রাতে ফিরে আসেন তিনি। এর আগে তিনি আত্মহত্যা করেছেন ভেবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা তুরাগ নদে উদ্ধার অভিযানে নামে।

জানা গেছে, কলেজছাত্রীর একটি চিরকুট থেকে পরিবারের লোকজন জানতে পারেন, প্রেমের ঘটনায় তুরাগ নদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্রী। চিরকুট পেয়ে সোমবার রাত থেকেই নদে তাকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে উদ্ধারকাজ স্থগিত করে। 

এরইমধ্যে মঙ্গলবার রাতে তিনি বাড়িতে ফিরে আসেন। এ বিষয় নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রীর পরিবারের এক সদস্য জানান, মনোমালিন্যের জেরে এক বান্ধবীর বাসায় আশ্রয় নেন কলেজছাত্রী। তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার খবর তিনি জানতে পেরে নিজেই বাড়িতে ফিরে আসেন।

আরো পড়ুন: ফোনে আলিম পরীক্ষা প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম গণমাধ্যমকে বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, মান-অভিমান করে আত্মগোপন করেছিলেন তিনি।