মাদ্রাসার চামড়ার গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় চামড়াবাহী একটি পিকআপ ভ্যান পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জুন) রাত ১টার দিকে উপজেলার চৌমুহনী মোড়ের পাশে কালাবিবির দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পিকআপ ভ্যানটিকে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে চামড়াগুলোর মালিক মাদ্রাসা কমিটির অনুরোধে গভীর রাত ৩টার দিকে চামড়াবাহী পিকআপটিকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় কয়েক ঘণ্টা আটক থাকায় চামড়াগুলো অনেকটা পচে যায়। এতে করে নামমাত্র মূল্যে চামড়াগুলো বিক্রি করতে হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, চামড়া পরিবহনে বিধিনিষেধ রয়েছে। এ জন্য গাড়িটিকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত চামড়া মনিটরিং সেলের একজন সদস্য ঢাকা পোস্টকে জানিয়েছেন, চামড়া পরিবহনে কোনো বিধিনিষেধ নেই। শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে কয়েক দিন পর চামড়া প্রবেশ করতে বলা হয়েছে। এছাড়া, , সারা দেশে চামড়া পরিবহনে কোনো বিধিনিষেধ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন থেকে চামড়াগুলো নিয়ে যাওয়া হয়েছিল। দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের রীতি অনুযায়ী স্থানীয়ভাবে কোরবানি দেওয়া পশুর চামড়া সংগ্রহ করা হয়। এরপর এগুলো চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় আড়তে বিক্রি করা হয়। সোমবার কোরবানি দেওয়া অন্তত ১২৫টি গরুর চামড়া সংগ্রহ করে মাদ্রাসা কমিটি। এরপর রাতে এগুলো বাঁশখালী দিয়ে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।
গাড়িটি আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘী এলাকায় পৌঁছালে থামানোর সংকেত দেয় উপ-পরিদর্শক (এসআই) হোসেন ইবনে নাঈম ভুঁইয়ার নেতৃত্বে একটি টিম। এরপর তিনি গাড়িচালককে জানান যে, চামড়া পরিবহন নিষিদ্ধ।
এ বিষয়ে গাড়িচালক হাবিবুর রহমান বলেন, স্যার (এসআই হোসেন ইবনে নাঈম ভুঁইয়া) আমাকে দ্রুত দুই লাখ টাকা ম্যানেজ করে দিতে বলেন। না হলে চামড়া পাচার আইনে মামলা দেওয়া হবে বলে জানান। আমি বিষয়টি মাদ্রাসা কমিটিকে জানাই। এরপর স্যারদের সঙ্গে মাদ্রাসা কমিটির লোকজন কথা বলেন। স্যার কমিটির লোকজনকে থানায় যেতে বলেন এবং আমার গাড়িটিকে থানায় নিয়ে যান। এরপর কমিটির লোকজনের ওসি স্যারের কথা হলে রাত ৩টার দিকে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
মাদ্রাসা কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, মানিক মিয়া নামে আতুরার ডিপোর একজন আড়তদারের সঙ্গে প্রতিটি চামড়া ৩০০ টাকা করে দরদাম ঠিক হয়। এরপর মাদ্রাসার পক্ষ থেকে সংগ্রহ করা চামড়াগুলো পিকআপযোগে আড়তে পাঠানো হচ্ছিল। গাড়িটি আনোয়ারা থানার এক পুলিশ কর্মকর্তা আটকে দুই লাখ টাকা দাবি করেন।পরে আমরা ওসিকে জোর করে বলে গাড়িটি ছাড়িয়ে নেই। কয়েক ঘণ্টা দেরি হওয়ায় চামড়াগুলো অনেকটা পচে গেছে। একই সঙ্গে ততক্ষণে আড়তদারও চলে গেছে। এ কারণে চামড়াগুলো মাত্র ৫০ টাকা দরে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশের কারণে মাদ্রাসার বড় ক্ষতি হয়ে গেল। আমরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই হোসেন ইবনে নাঈম ভুঁইয়া বলেন, গাড়িটি আমরা ঢাকায় যাচ্ছে মনে করে আটক করেছিলাম। থানায় নিয়ে যাওয়ার পর ওসি স্যারসহ কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে, টাকা দাবির বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো কিছু আমরা দাবি করিনি।
ঘটনার বিষয়ে জানতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।