০৯ জুন ২০২৪, ০১:১৫

ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা  © সংগৃহীত


রাজধানীর গুলশান থানার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য। সে সময় দুই পথচারীর গুলিবিদ্ধ হয়। নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের কর্মরত আছেন বলে জানা গেছে।

শনিবার (৮ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম কাউসার। আর নিহত ওই পুলিশ সদস্যের নাম মনির। তারা দুজনেই পুলিশের কনস্টেবল।

ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সোয়াতের একটি টিম। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখন পুর্যন্ত জানা যায়নি।