১৭ মে ২০২৪, ১৯:৩৩

জমি নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে মারলেন চাচাতো ভাইয়েরা

নিহত এসএম আবু সাদাত কামাল  © টিডিসি ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কিল-ঘুষি ও পিটিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। নিহত প্রধান শিক্ষকের নাম এসএম আবু সাদাত কামাল। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর গ্রামে ফকির বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত কামাল ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের কিল-ঘুষিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কামাল। পরে তাকে স্বজনরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা ছালাম ফকির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত প্রধান শিক্ষকের চাচাতো ভাই জাকারিয়া ও মুহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। চাচিকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।