১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৯

রায় জালিয়াতির মামলায় গ্রেপ্তার শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম  © ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়ছে। শিবচর থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য জানান। জানা গেছে, হাইকোর্টের রায়ের কপি নিয়ে জালিয়াতির অভিযোগে করা মামলায় শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় গত ১৫ এপ্রিল মামলাটি করা হয়।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

রুহুল আসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার বাসিন্দা। তিনি শিবচরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।