রাবির গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গাছ থেকে ফারুক হোসেন (৪৮) নামের এক বাদাম বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাবির বধ্যভূমি এলাকার হরিজনপল্লি সংলগ্ন একটি মেহগণির বাগান থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তি রাজশাহীর চারঘাটের নন্দনগাছি উত্তর ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী মহানগরে বাদাম বিক্রি করতেন।নিহতের ছেলে আল আমিন বলেন, তার বাবা আত্মহত্যা করতে পারেন না। তিনি তার মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, খবর পেয়ে রাবির একটি গাছ থেকে ওই ব্যক্তির মরদেহ করা হয়েছে। এরপর তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম আসে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানান ওসি পারভেজ।