ফেসবুকে ২১১ নারীর সঙ্গে প্রতারণা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১০:৩৮ PM
কখনও মেজর, আবার কখনও পুলিশ কর্মকর্তা পরিচয়ে ফেসবুকে আইডি খুলে ২১১ নারীর সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. সোহাইল (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর মেজর, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা পরিচয়ে ফেসবুকে আইডি খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। তিনি মূলত মেয়েদের সঙ্গে আপত্তিকর কথা বলে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিতেন।
এপিবিএন সূত্র আরও জানায়, কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় কেউ সন্দেহ করলে তাকে ব্লক করে দিতেন সোহাইল। গ্রেপ্তার সোহাইল ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ১২টি সিম কার্ড, চারটি মুঠোফোন জব্দ করা হয়। সেই সব মুঠোফোনে অসংখ্য নারীর ছবি, আপত্তিকর ভিডিও ও স্ক্রিনশট রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।