ক্লাসে ছাত্রকে শিক্ষকের গুলির ঘটনায় মামলা
সিরাজগঞ্জের সরকারি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ত্র আইনে সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী তমালের বাবা আবদুল্লাহ আল আমিন।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমাল সোমবার (৪ মার্চ) গুলিবিদ্ধ হন। এরপরই তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বগুড়া সদরের ধানসিঁড়ি নাটাইল গ্রামের বাসিন্দা আল আমিন মামলাটি করেন।
সোমবার রাতে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও তমালের বাবা থানায় এসে মামলাটি করেছেন।
আরো পড়ুন: রাতে ছাত্রীদের ভিডিও কল দিতেন মেডিকেল কলেজের সেই শিক্ষক
এর আগে সোমবার দুপুরে মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষক রায়হানের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।