বিএনপি নেতা এ্যানির বাড়িতে ছাত্রলীগের হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯ AM
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাসার দরজা, বেশ কিছু প্লাষ্টিকের চেয়ার ও বাড়ির সামনে থাকা কয়েকটি মোটর সাইকেলের যন্ত্রাংশ ভাঙচুর করা হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় এ্যানির বাসভবনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় এ্যানি বাসায় ছিলেন না এবং কোনো নেতাকর্মী আহত হয়নি
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, শহীদ উদ্দিন চৌধুরীর লক্ষ্মীপুরের বাসভবনে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভায় হামলা চালানো হয়েছে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী রামদা, রড ও লাঠি নিয়ে হামলা চালান। এতে বাসভবনের সামনে থাকা ১০টি মোটরসাইকেল, দরজা-জানালাসহ, বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে এতে কেউ আহত হননি।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশানের নেতৃত্বে হামলা হয়েছে। তারা ভাড়াটের বাসায় ঢুকে হামলা করেছে। বাসার সামনে থাকা নেতা-কর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। তছনছ করেছে চেয়ার-টেবিল।’
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ‘বিএনপির অন্তর্কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ করছে বিএনপি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।