সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ AM
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন–চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। নিহত তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চান্দিনার নবাবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার যাওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। এতে এসএসসি পরীক্ষার্থী হাসান ঘটনাস্থলেই নিহত হয়।
এছাড়া আহত সিএনজিচালক তাওহিদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হাত-পা বাঁধা স্ত্রীর সামনেই ফাঁস নিলেন স্বামী
চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক আছে। তাকে আটক করার চেষ্টা চলছে।