দেড় মাস বয়সী শিশুকে পানিতে ফেলতে দেখে অজ্ঞান মা, ছুড়ল বাবা
হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধারের দুদিন পর তার পরিচয় পাওয়া গেছে। লাশটি সিলেটের সারিঘাট এলাকার ইমরান আহমেদের দেড় মাসের কন্যাশিশু এ্যানি। শিশুটিকে পানিতে ফেলে হত্যা করে ট্রাকচালক পাষণ্ড বাবা ইমরান আহমেদ। এ্যানির মা ইয়াসমিন আক্তার বৃহস্পতিবার সাবেক স্বামী ইমরানকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা করার পর এসব তথ্য উন্মোচন হয়।
সূত্র জানায়, ৩ বছর আগে ইমরানকে দ্বিতীয় বিয়ে করেন ইয়াসমিন। তাদের একটি কন্যাসন্তান হয়। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে গ্রাম্য সালিশে কন্যার ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা করে দিয়ে আসছিল ইমরান। এর মধ্যে এ্যানি অসুস্থ হয়ে পড়লে ২৯ জানুয়ারি রাতে ইমরান ইয়াসমিন ও কন্যাশিশুকে চিকিৎসার কথা বলে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। পথে হাসপাতালের দিকে না গিয়ে অন্যদিকে যেতে লাগলে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। পরে গভীর রাতে উপজেলার ওই স্থানে গাড়ি থামিয়ে এ্যানিকে পানিতে ফেলে দেয় ইমরান। এ ঘটনা দেখে ইয়াসমিন অজ্ঞান হয়ে পড়েন। পরদিন এ্যানির লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, ইমরানকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।