২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩১

ধাওয়া করা ট্রাকের নিচেই চাপা পড়লেন ছাত্রলীগের মিম

নিহত ছাত্রলীগকর্মী মেহেদী হাসান মীম  © প্রতীকী ছবি

বগুড়ায় গরুবোঝাই একটি ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে ওই ট্রাকের নিচে চাপা পড়ে মেহেদী হাসান মিম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে মানিকচক বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র মেহেদী হাসান মিম বগুড়া শহরতলীর সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমান মুকুলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের কর্মী।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের সহ-সভাপতি মুকুল হোসেন গণমাধ্যমকে জানান, চোরাই গরু সন্দেহে গরুবোঝাই একটি ট্রাকের পেছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেন ছাত্রলীগ কর্মী মিম ও তার এক সহযোগী। রাত ১০টার দিকে মানিকচক এলাকায় ট্রাকের সামনে বেরিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকটি থামানো হয়। এরপর ছাত্রলীগ কর্মী মিম ট্রাকের কেবিনে ওঠার চেষ্টা করলে চালক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তবে ট্রাকটি শনাক্ত করা যায়নি।