০৪ জানুয়ারি ২০২৪, ২০:৫২

ভাইভা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন পলিটেকনিকের ছাত্র

  © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাহফুজুর রহমান সিয়াম (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধনিয়া কলেজের বিপরীত পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান সিয়াম। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে কোন যানবাহনে দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক তা জানা যায়নি।

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামের ফজলুর রহমানের ছেলে সিয়াম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। পরিবারের সাথে রাজধানীর কদমতলী শামিমবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

সিয়ামের বড় ভাই আরিফুর রহমান বলেন, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়তো সিয়াম। আজ তার একটা ভাইবা পরীক্ষা ছিল। সকালে মোটরসাইকেল নিয়ে ওই পরীক্ষা দিতে ইনস্টিটিউটে গিয়েছিল সে। সেখান থেকে পরীক্ষা শেষে করে বাসায় ফিরছিল। পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়। শুনেছি একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দিয়েছিল।