ফেরদৌসের প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
রাজধানীর হাতিরপুলে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন নেতা-কর্মী। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
এই সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে। আহতরা হলেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫) ও উজ্জ্বল হোসেন (৩০)।
জানা যায়, ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ছিল ফেরদৌসের। এসময় সেন্ট্রাল রোডে প্রয়াত সংগীত শিল্পী সুবীর নন্দীর মেয়ের বাসায় যান তিনি। তখন ১৮ এবং ১৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ।
পরে ঘটনাস্থলে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক টিমের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল মীমাংসা করে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।