২৭ ডিসেম্বর ২০২৩, ২২:০২

ঢাবির হলের সামনে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

ঢাবির হলের সামনে পরপর ৪ ককটেল বিস্ফোরণ
ঢাবির হলের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের মাঝ রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হলে তা বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে এ এফ রহমান হলের সামনে হঠাৎ পরপর ৪টি শব্দ হয়। মুহূর্তের মধ্যেই চারপাশ ধোঁয়ায় কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায়। তারা বলেন, বিপরীত পাশের রাস্তায় চলমান একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে নীলক্ষেত-নিউমার্কেটের দিকে পালিয়ে যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। কেউ আহত হয়নি। দুর্বৃত্তরা দূর থেকে মেরে পালিয়েছে। সিসিটিভি পর্যবেক্ষণের পর বাকিটা জানা যাবে।