গেমসের ফাঁদে ফেলে কিশোরীদের সঙ্গে প্রতারণা, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমসের কমিউনিটিতে পাবজি ও ফ্রি ফায়ার খেলার গ্রুপে ফাঁদ পেতে কিশোরী-তরুণীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসিউর রহমান শিশিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভুক্তভোগী এক কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৮ ডিসেম্বর) গাজীপুরের জয়দেবপুর থানার মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, অনলাইনে বেশ কিছু গেমস খেলার জন্য পার্টনার প্রয়োজন হয়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে শিশির গত কয়েক বছর ধরে উঠতি বয়সি কিশোরীদের গ্রুপে গেমস খেলার জন্য সংগ্রহ করত। গেম খেলার সময় তার পার্টনার হয়ে খেলার সুযোগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করত। এরপর কৌশলে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইনস্টাগ্রাম আইডি ও ফেসবুক আইডি সংযুক্ত হয়ে বন্ধুত্ব চলাকালে তাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলত।
এক সময় তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও পাঠিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করত। এরপর সেই সময়ের দৃশ্য স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করত। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আরও ছবি ও ভিডিও করতে বাধ্য করত।
আর এগুলোকে হাতিয়ার বানিয়ে সে আরও আপত্তিকর ছবি-ভিডিও ও টাকা-পয়সা আদায় করত। গত এক বছরে এভাবে অন্তত ২০ কিশোরী শিশিরের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে।