১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ৫

  © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রউফকে মারধরের ঘটনায় প্রধান আসামি ও স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগনেসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্র ও গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি ও সংসদ সদস্যের ভাগনে জামাল উদ্দিন (৩০) ও সৈনিক লীগ নেতা রুবেল বালীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় মামলার আসামি ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) ও জুয়েল রানাকে (২৬)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খাঁন জানান, আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও অফিস তছনছ করেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখসহ ৩৫ জনের নামে মামলা করেন শিক্ষা কর্মকর্তা