দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস রেলওয়ের
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
রেলওয়ের মহাপরিচালক বলেন, নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাবির রাজু ভাস্কর্য কালো পতাকায় ঢেকে দিয়েছে ছাত্রলীগ
এর আগে আজ ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তদের রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ১ জন নিহত এবং ১০ জনের মত আহত হয়েছেন।