মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত
ঘন কুয়াশায় মেঘনার নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাঝ নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবক মো. সোহেল ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ওসমান আলি ফরাজি বাড়ির সেলিম ফরাজির ছেলে।
সুরভী-৮ লঞ্চের যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ এর সঙ্গে সংঘর্ষ হয়।
আরো পড়ুন: অবরোধের সকালে গুলিস্তানে বাসে আগুন
এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচরের একটি ডুবচরে আটকা আছে।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত ও আহতরা লঞ্চেই আছে।
এ বিষয়ে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না ধরায় তার বক্তব্য জানান সম্ভব হয়নি।