রংপুরে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১৯

  © ফাইল ফটো

রংপুরে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ১৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। এর মধ্যে ৩ শিক্ষক ও ১১ পরীক্ষার্থী রয়েছেন। 

এদিকে রংপুর বিভাগে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রংপুর ১৯, দিনাজপুর ১০, লালমনিরহাট ১৩, নীলফামারীর ৩ জন রয়েছে। এ ছাড়া ১১ ডিভাইস ও ৮০ টি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন: এবারও বিইউপি দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ, বিজ্ঞপ্তি প্রকাশ

এর আগে সকাল ১০টায় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ দিয়ে প্রথম ধাপে ১৮টি জেলার ৫০৩টি কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে ভিন্ন ব্যবস্থা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ