২৭ নভেম্বর ২০২৩, ২৩:৩২

ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনে আগুন

ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনে আগুন
রাত ৯টার দিকে হঠাৎ পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত এসে ট্রেনটিতে আগুন দেয়  © সংগৃহীত

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রেলওয়ে জংশনে একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় থাকা ট্রেনটিতে হঠাৎ পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত এসে আগুন দেয়।

ট্রেনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা সিদ্দিকুর রহমান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, ঢাকা মেইল ট্রেনটি ইশ্বরদী রেলওয়ে জংশনের কাছের ওয়াশ ফিল্ডে রাখা ছিল। রাত ৯টার দিকে হঠাৎ পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত এসে ট্রেনটিতে আগুন দেয়। এতে ট্রেনটির অন্তত ছয়টি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।