স্কুলের সামনে ভিড় করেই ছিনতাই, টার্গেট নারী অভিভাবক
রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে মিরপুর মনিপুর বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে জনি (২৩) ও সাগর (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন বিদ্যালয়ের সামনে ভিড় করা নারী অভিভাবকদের টার্গেট করে ছিনতাই করতেন বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার এই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই টার্গেট করে ওরা। আজও ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিপুর উচ্চবিদ্যালয়ের সামনে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া জনি ও সাগর ছিনতাইকারী। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।