২৪ নভেম্বর ২০২৩, ১২:৩৬

চার মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম, তদন্ত কমিটি

মাদারীপুরে চার মাদরাসাছাত্রকে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে  © প্রতীকী ছবি

মাদারীপুরে চার মাদরাসাছাত্রকে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালিয়ে গেছেন। এক ছাত্রর আঙ্গুল ও অন্য ছাত্রর হাত যখম হয়েছে বলে জানা গেছে। তারা খাশেরহাট নূরানীয়া হাফিজিয়া এতিম খানা মাদরাসার শিক্ষার্থী।

কালকিনির ইউএনও এবং ওসি ঘটনাস্থান পরির্দশ করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাদরাসার ছাদে খেলা করার সময় একটি মুখপোড়া হনুমান আসে। এ সময় ছাত্ররা ঢিল ছুঁড়ে। এ ঘটনায় প্রধান হুজুরের কাছে বিচার দিলে তাদের বকাঝকা দিয়ে নামাজ পড়তে চলে যান। 

এরপর শিক্ষক তোফায়েল আহম্মেদ চার শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। তারা চিৎকার করলে লাথি ও কিল-ঘুসি মারেন। এতে একজনের হাত যখম হয়। আরেকজনের আঙুল ভেঙ্গে যায়। ঘটনা জানাজানি হলে অভিভাবকসহ অন্যরা মাদরাসা ঘিরে রাখেন। এ সময় শিক্ষক তোফায়েল পালিয়ে যান।

আরো পড়ুন: ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

খবর পেয়ে ইউএনও উত্তম কুমার দাস ও কালকিনি থানার ওসি নাজমুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে কথা বলেন। এরপর চিকিৎসার ব্যাবস্থা করেন।

ইউএনও উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।