মানিকগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
বিএনপি ও জামায়াতের অবরোধ সমর্থনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ওই প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান জানিয়েছেন। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন খানের গ্রামের বাড়ির পাশে অবস্থিত ওই বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। অগ্নিকাণ্ডে স্কুলের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে। এছাড়া আগুনের ধোয়ায় বিদ্যালয়ের দেয়াল কালো হয়ে গেছে।
বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক অগ্নিসংযোগের বিষয়ে জানিয়েছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।