১৫ নভেম্বর ২০২৩, ১০:৪১
‘লঞ্চে আগুন দেয়ার পরিকল্পনা’ করার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
নির্বাচনের তফসিল ঘোষণার পর ‘লঞ্চে আগুন দেয়ার পরিকল্পনা’ করার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার (১৫ নভেম্বর) এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের এ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে আগুন দিয়ে নাশকতার পরিকল্পনাকারী রেজাউল করিমসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের গ্রেপ্তার করা হয়েছে বরিশাল সদর থেকে।
আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ
তিনি বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অন্যতম নির্দেশদাতা রেজাউল করিম। তাকে গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।