বিমানবন্দর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়িচালক নিহত
রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরমান আলী (২৬) নামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক নিহত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জানা গেছে, আরমান সিভিল এভিয়েশনের মেস কোয়ার্টারে থাকতেন। বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে কাওলা রেললাইনের পাশে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা তার পেটে ও পেছনে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরমানের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। আরমান গত বছর চাকরিতে যোগ দেন।