০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৭
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন বিমান বাহিনী প্রধান বিএনপির ভাই চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে রবিবার (৫ নভেম্বর) ভোরে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।
২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।
র্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

জোতার ২০ নম্বর জার্সির অবসর—এক শ্রদ্ধাবনত সিদ্ধান্ত

স্কলারশিপে পড়াশোনার সুযোগ যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকে

বিষাদে ভরা সমুদ্রদর্শন: ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে নিখোঁজ চবি ছাত্র অরিত্রকে

বাংলাদেশের বিপক্ষে দুই দেশের হয়ে অভিষেক—অবশেষে অবসর
