গ্রেফতার হওয়া জবি ছাত্রদলের ৩ নেতাকে ২ দিনের রিমান্ড
নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাসহ চারজনকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (৩৫), যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (৩১) ও সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সরকার সাইদী (২৯)।
আরও পড়ুন: জবির বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নোটিশ হাইকোর্টে স্থগিত
আদালতে আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির। পরে তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে শুনানি শেষে আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। আদালতে কোতোয়ালী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আশ্রাব আলী বিষয়টি জানান।
ঢাকা মহানগরে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিলেন। কোতোয়ালি থানায় মে মাসের এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।