ফরিদপুরে অপহরণের ৪ মাস পর ঢাকায় উদ্ধার স্কুলছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ০৪:২৮ PM
ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের ৪ মাস পর ঢাকার রূপনগরে নবম শ্রেণির (১৫) এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত অপহরণকারীকেও গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ।
অপহৃত স্কুলছাত্রীর মনসুরাবাদ উচ্চ বিদ্যালযয়ের শিক্ষার্থী। তার বাড়ি হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামে। অপহরণের ঘটনায় আটক যুবকের নাম সজীব শেখ (২০)। তিনি একই গ্রামের সিংগারিয়া গ্রামের সরোয়ার শেখের ছেলে।
ওই ছাত্রীর পরিবারে অভিযোগ, গত ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সজীব শেখ ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় সজীবসহ ৬ জনের নামে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের সতর্ক করতে ‘ছাত্রত্ব বাতিলের হুমকি’ দিয়েছিলেন চবি অধ্যাপক
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই কবির বলেন, প্রায় সাড়ে ৪ মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুরে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজীব শেখকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, অপহৃত স্কুলছাত্রী ও অপহরণকারী সজীব থানা হেফাজতে রয়েছে। শনিবার (২১ অক্টোবর) স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতার সজীব শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।