গৃহশিক্ষদের সাইকেল চুরি করাই তাদের পেশা
গত চার বছরে রাজধানীর বিভান্ন এলাকা থেকে দুই শতাধিক সাইকেল চুরি করে মোহাম্মদ রুবেল হোসেন (২২) ও মো. আলী রাজ (৩৩) নামে দুই ব্যক্তি। তাদের মূল টার্গেট ছিল গৃহশিক্ষকরা। রবিবার (১৫ অক্টোবর) মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তারের পর পুলিশকে এসব তথ্য জানিয়েছে তারা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মিরপুর ২ নম্বর থেকে গত ১৪ অক্টোবর একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় চুরি হওয়া সাইকেলের মালিক মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত করতে গিয়ে রবিবার রাতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই বাইসাইকেলসহ আরও একটি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাল শিক্ষার্থীরা
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, ‘গ্রেপ্তার রুবেল ও আলী রাজ চিহ্নিত বাইসাইকেল চোর। রুবেলের বিরুদ্ধে ছয়টি এবং আলী রাজের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা শুধু বাইসাইকেল চুরি করে। তাদের টার্গেট হলো গৃহশিক্ষকরা। চুরি করলেও গৃহশিক্ষকরা সাধারণত মামলা করেন না। তাই তাদের টার্গেট করে বাইসাইকেল চুরি করতো রুবেল ও আলী রাজ।