১০ অক্টোবর ২০২৩, ০৯:৫৬

নবীন বরন অনুষ্ঠানে শিক্ষকদের হিন্দি গানে নাচ ভাইরাল, নিন্দার ঝড়

নবীন বরন অনুষ্ঠানে হিন্দি গানে নাচছেন শিক্ষকরা  © সংগৃহীত

নবীন বরন অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে কলেজের শিক্ষকদের নাচ প্রদর্শনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়। 

সোমবার (৯ অক্টোবর) মাদারীপুরের ডাসারে সরকারি শেখ হাসিনা উইমেনস কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের নবীন বরন অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। শিক্ষকদের এমন বিতর্কিত নাচের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। 

জানা গেছে, ডাসার উপজেলার ওই কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৮ অক্টোবর। দিনটি উপলক্ষে ওই দিন দুপুরে কলেজ কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের কলেজের নারী ও পুরুষ শিক্ষকরা একসঙ্গে মিলে ডিজে পার্টির স্টাইলে হিন্দি গানের তালে-তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ প্রদর্শন করেন। পরে এ নাচের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ফেসবুকে পোস্ট করে সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করেন অনেকে। 

অভিভাবকরা জানান, শিক্ষকদের এমন নাচ আমাদের সন্তানদের ভবিষ্যৎ অপসংস্কৃতির দিকে ধাবিত করবে এবং তাদের মাঝে উশৃঙ্খলতা দেখা দিবে। তাদের কাছ থেকে কি শিখবে আমাদের সন্তানরা। বিষটি খুবই আপত্তিকর। এলাকার সুশীল সমাজের লোকজনও ব্যাপারটা ভিন্ন ভাবে নিচ্ছে।

শিক্ষার্থীরা জানান, স্যাররা আমাদের প্রথম দিন আনন্দ দেয়ার জন্য নাচ করেছে। কিন্তু সমাজ বিষয়টি ভালো চোখে দেখেনি।

এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ ড. মো. শওকত আলী মোল্লা বলেন, এ অনুষ্ঠানকে কে কোন ভাবে মনে করলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং আমি শুনেছি এটা কলেজের কালচার। আমি এই কলেজে নতুন যোগদান করেছি। তাই এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।