২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৪

কলেজছাত্রকে প্রকাশ্যে মারধর করে নিয়ে গেল মোটরসাইকেলে

শ্রীপুরে এক কলেজছাত্রকে প্রকাশ্যে মারধর করেছে দুর্বৃত্তরা  © প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকানি কলেজের সামনে মারধরের শিকার হন সাব্বির রহমান নামের ওই ছাত্র। পরে মোটরসাইকেলে তুলে নেওয়া হয় তাকে।

দ্বিতীয় দফায় মারধরের পর স্থানীয় ক্লিনিকে ফেলে চলে যায় হামলাকারীরা। সাব্বির শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। বুধবার চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কলেজের সামনে যাত্রী ছাউনির কাছ থেকে সাব্বিরকে তুলে নেয় কয়েকজন। তাকে মোটরসাইকেলে উল্টো করে বসানো হয়। দ্রুত মোটরসাইকেলটি থেকে চলে যায়। পেছনেও কয়েকটি মোটরসাইকেল ছিল।

সাব্বিরকে শ্রীপুর হাসপাতাল রোডে নিয়ে মারধর করে। এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্ত ঝরতে দেখে হামলাকারীরা একটি ক্লিনিকে রেখে হুমকি দিয়ে চলে যায়। 

আরো পড়ুন: স্কুলছাত্র হত্যা মামলায় গ্রেফতার ৫

সাব্বির জানান, রোববার বেড়াইদেরচালা এলাকার মাঠে ফুটবল খেলছিলেন তিনি। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে তাঁর ওপর হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সাব্বিরকে প্রকাশ্যেই মারধর করে। পরে লোকজন এগিয়ে আসার আগেই মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। 

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, এ ঘটনায় সাব্বির রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। দারগারচালা গ্রামের তুহীন, অনিক, মো. রনিসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে এ অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।