১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৭

দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ‍আশ্বাস

ম্যাপ গ্রাফিক্স  © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার আবুগঞ্জ বাজার ১৪২নং উত্তর আসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে সহকারী শিক্ষক ইউসুফ কাজীর নেতৃত্বে ইউপি সদস্য প্রার্থী নিহাদ কাজির নির্বাচনী কার্যক্রম চালানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার শিক্ষা অফিসার।

শনিবার (৯ সেপ্টেম্বর) ‘শিক্ষকের বিরুদ্ধে স্কুলে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগ’ শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর শিক্ষক ইউসুফ কাজীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চরফ্যাশন প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম। 

মো. অহিদুল ইসলাম বলেন, ১৪২নং উত্তর আসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে একজন মেম্বার প্রার্থী সহকারী শিক্ষক ইউসুফ কাজীর নের্তৃত্বে মিটিং করছে এমন সংবাদ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সহকারী শিক্ষক ইউসুফ কাজী তার পছন্দের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থীর প্রচারনার জন্য লোকজন নিয়ে সভা সেমিনার করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। প্রধান শিক্ষককে তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের ইচ্ছেমতো স্কুল ব্যবহার করে সভা-সেমিনারে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এমন অভিযোগ করেন তার সহকর্মী এবং স্থানীয়রা।