০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৮

জোরপূর্বক বাড়ি দখল করতে এসে শিক্ষক পরিবারের উপর হামলা: আহত ৬

জোরপূর্বক বাড়ি দখল করতে এসে শিক্ষক পরিবারের উপর হামলা: আহত ৬
ভোলা জেলা মানচিত্র  © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে এক শিক্ষক পরিবারের ৭০ বছরের বাড়ি জোরপূর্বক দখল করতে গিয়ে বাঁধার মুখে পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে রফিকুল ইসলাম ও তার অনুসারীরা। এসময় শিক্ষক পরিবারের সদস্যদের চোখেমুখে মরিচের গুঁড়ো নিক্ষেপ করে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়। হামলা ৬ সদস্যকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার রাতে পৌরসভা ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ফারুক, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুজাফফারুল ইসলাম, তাদের বোন হাওয়ানুর বেগম, ভাগিনা রাফিজ ও রাহাত।

ভুক্তভোগী মাস্টার নুরুল ইসলাম বলেন, ৭০ বছর পূর্বে তার বাবা মরহুম সৈয়দ খলিফা এই জমি ক্রয় সূত্রে মালিক হয়। বাবার মৃত্যুর পর থেকে ওয়ারিশ সুত্রে এই বাড়ি তাদের ভোগদখলে আছে। একটি প্রভাবশালীর ছত্রছায়ায় অবৈধ কাগজপত্র তৈরি করে বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছে রফিকুল ইসলাম গং। রাতের আঁধারে আমাদের বাড়িতে অবৈধভাবে ঘর তৈরি করতে চাইলে আমরা বাধা দেয়ায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদেরকে আহত করেন। স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষক।

অপরদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আমরা। দীর্ঘদিন ঢাকায় বসবাস করার করনে বাড়িতে আসা হয় না। হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, আমাদের জমিতে ঘর তুলতে গেলে তারা বাঁধা দেয়। এসময় শুধু তর্কবিতর্ক হয়েছে মাত্র।

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।