কলেজের গেট থেকে মাস্টার্সের ছাত্রকে তুলে নিয়ে গেল সন্ত্রাসীরা
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে ফেরদৌস হাসান নামে হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সে পড়ুয়া ছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, সন্ত্রাসী রবিন সরদারের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা ফেরদৌসকে তুলে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রবিনের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেল, তিনটি অটোরিকশা ও প্রাইভেট কারে ১৫-২০ জন তাকে তুলে নিয়ে যায়। অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে অপহরণ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মাসুদা সিকদার বলেন, কলেজের সামনে থেকে ফেরদৌসকে কে বা কারা ধরে নিয়ে গেছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রবিনের বিরুদ্ধে ২৭টি মামলা আছে। তার নেতৃত্বে বাহিনীর সদস্যরা শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। শিক্ষার্থীরা রাস্তায় নামলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে তারা ফিরে যান।