প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ।
শনিবার(১৯ আগস্ট) ভোরে তাকে উপজেলার সাতগাঁও গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানান খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খায়রুল বাশার। আটক মো. রাইকুল হুসাইন পাঠান ওই গ্রামের আবুল মিয়া পাঠানের ছেলে।
খালিয়াজুড়ি থানার ওসি খায়রুল বাশার জানান, রাইকুল পাঠান শুক্রবার ১৮(আগস্ট)ফেসবুকে নিজের টাইমলাইনে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ওই রাতে আমাদের নজরে আসার পর শনিবার ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাইকুল হুসাইন পাঠানকে থানায় আনা হয় জানিয়ে ওসি আরও বলেন, তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের একনেতা বাদী হয়ে রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। রবিবার (২০ আগস্ট) সকালে তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি খাইরুল বাশার।