শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলশিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ১২:২৯ PM
রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ‘ভয় দেখিয়ে’ শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধাদাস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ।
গ্রেপ্তার সানোয়ার হোসেন মানিক (৪২) ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন এলাকার নওসের আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগীর ভাই এ ঘটনায় মামলা করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তার বোনকে ওই শিক্ষক উত্যক্ত করতেন। প্রায়ই কথা না শুনলে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন। সোমবার দুপুরের পর ইংরেজি পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণিকক্ষে তাকে নির্যাতন করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ধাদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, অভিযোগ শুনেছি। তবে ঘটনা বিদ্যালয়ে নাকি বাইরে ঘটেছে তা নিশ্চিত নই। উভয় পক্ষকে সোমবার বিকেলে বিদ্যালয়ে ডাকা হয়। জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ওই শিক্ষক অনৈতিক কাজে জড়িত থাকতে পারেন। পুলিশ ডেকে আনা হলে তাকে থানায় নিয়ে যায়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান বলেন, ওই শিক্ষক প্রথমে বিভিন্ন ছাত্রীদের টার্গেট করেন। এরপর কৌশলে ভয়ভীতি দেখিয়ে স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে অনৈতিক কাজ করেন। এর আগেও তিনি এমন একাধিক ঘটনা ঘটিয়েছেন। তবে ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে বিচার চাননি।
বেলপুকুর থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএম মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগীর ভাই সোমবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন। তৎক্ষণিকভাবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।