১১ আগস্ট ২০২৩, ১০:৪০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরেক নারী চিকিৎসকের
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শরীফা বিনতে আজিজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরিফা রংপুর মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ইন্টার্ন করছিলেন বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার শরিফাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। শরিফার বাড়ি ঢাকার দোহার জয় পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।
এর আগে গত ৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে মারা যান আলমিনা দেওয়ান মিশু নামে আরেক চিকিৎসকের।