২৭ জুলাই ২০২৩, ০৮:২৩

তা’মীরুল মিল্লাত মাদরাসার জলাশয়ে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে মারা যাওয়া ইশতিয়াক বিন ইশান  © টিডিসি ফটো

পানিতে ডুবে গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) মাদ্রাসার জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি ডুবুরি দল ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। সে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইশতিয়াক বিন ইশান।

জানা গেছে, গত সোমবার পুকুরে গোসলে করতে যেয়ে নিখোঁজ হয় সে। গোসল করতে আসা সবাই বাড়ি ফিরলেও বাড়ি ফেরেনি শিশু ইশান। রাতে অনেক খোঁজাখুঁজির করা হয়েছে, কোথাও না পেয়ে পরেরদিন বুধবার (২৬ জুলাই) ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপস্থিত কর্মী এবং মাদ্রাসা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মাদ্রাসার পুকুরে দেয়াল এবং নিরাপত্তা জোরদার করা দরকার। গোসল ও সাঁতার বন্ধ করা জরুরি।

প্রসঙ্গত, মাদ্রাসার জলাশয়টি বেশ পুরোনো। এরআগে ২০১৫ সালে এই জলাশয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানান একাধিক শিক্ষার্থী।