২৪ জুন ২০২৩, ১৩:১০

ঘরে পড়ে ছিল কলেজছাত্রীর বিবস্ত্র রক্তাক্ত মরদেহ

পলাশে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় বিনা মিত্র (১৯) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৪ জুন) উপজেলার জিনারদীর বড়িবাড়ি গ্রামের বসত ঘর থেকে বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

বিনা মিত্র গ্রামের ভজন মিত্রের মেয়ে। তিনি ঘোড়াশাল মুসাবিন হাকি ডিগ্রি কলেজের একাদশ শ্রণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিনা ঘরে লেখাপড়া করছিল। রাত ১০টার দিকে তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকতে গেলে ঘরের ভেতর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, দু’বছর আগে সঞ্জয় ভৌমিক নামে এক যুবকের সঙ্গে বিনার বিয়ে হয়। দুই মাসের মাথায় বাবার বাড়ি চলে আসেন তিনি। এরপর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন।

পলাশ থানার ওসি মো. ইলিয়াছ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। ঘটনার পর থেকে স্বামী সঞ্জয় ভৌমিক পলাতক রয়েছেন।