বিএম কলেজের আবাসিক হলে ছাত্রের ঝুলন্ত লাশ

মো. মাইনুল ইসলাম
মো. মাইনুল ইসলাম  © টিডিসি ছবি

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আবাসিক হল থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে কলেজের মুসলিম হলের ১৪১ নম্বর রুমে মো. মাইনুল ইসলাম নামে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আত্মঘাতী ছাত্র মাইনুল ইসলাম কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, মাইনুল ইসলামের বাসা হিজলা থানার বাউশিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম হাওলাদার। পরিবারে তারা ৩ ভাই ও ৩ বোন এবং মাইনুল ভাই-বোনদের মধ্যে ছোট ছেলে।

হলের রুমমেট মো. বশির উদ্দিন জানান, মাইনুল ইসলাম দীর্ঘদিন বাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবার বাড়ি থেকে আসার পর ওইদিন রাতে রুমে ছিলেন না। 

কি কারণে আত্মহত্যা করছেন- এ বিষয়ে তিনি বলেন, মাইনুল ইসলাম একটা মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ছিলেন। প্রায় দেখা যেতো ওই মেয়ের সঙ্গে তার ঝগড়াঝাঁটি হতো। পরে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলেও মেয়ে রাজি না হওয়ায় মাইনুল ইসলামকে অনেক হতাশাগ্রস্ত অবস্থায় দেখা যেতো।

মুসলিম হলের শিক্ষার্থী রাতুল ইসলাম জানান, মাইনুল ভাই চঞ্চল স্বভাবের ছিলেন। তবে এবার বাড়ি থেকে আসার পর তাকে চুপচাপ থাকতে দেখা গেছে। মন-মানসিকতাও খারাপ দেখা গেছে। 

মুসলিম হলের আরেক শিক্ষার্থী রাকিব জানান, মাইনুল ইসলামের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো ছিল না। তার পরিবারে সবসময় অভাব-অনাটন লেগেই থাকত। তবে মাইনুল ইসলাম কি এই কারণে আত্নহত্যা করেছেন না নাকি ওরে হত্যা করা হয়েছে এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। 

বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড গোলাম কিবরিয়া বলেন, মাইনুল ইসলাম আত্নহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে আমরা এই ব্যাপারে অবগত নই। এখন পর্যন্ত কোন সঠিক তথ্যও আমরা জানতে পারিনি। তবে মাইনুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষ হলে আমরা বলতে পারব এটা হত্যা নাকি আত্মহত্যা। যদি হত্যা করা হয় তাহলে এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো।


সর্বশেষ সংবাদ