০৬ জুন ২০২৩, ০৮:১১

পরীক্ষার ফি দিতে না পারায় অপমান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে  © প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে লাবনী আক্তার নামে অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরীক্ষার ফি দিতে না না পারায় সে ‘আত্মহত্যা’ করেছে বলে জানা গেছে। সোমবার (৫ জুন) উপজেলার তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। লাবনী এলাকার মো. লাল মিয়ার মেয়ে। সে স্থানীয় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবারের অভিযোগ, পরীক্ষার ফি দেওয়ার জন্য স্কুল থেকে চাপ দিচ্ছিল। ফি না দেওয়ায় তাাকে অপমান করেন শিক্ষক। তবে কোনো আইনি প্রক্রিয়ায় যাবে না বলে জানিয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

জানা গেছে, বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছিল। লাবনী আক্তারের ২ হাজার ২০০ টাকা পরীক্ষার ফি জমা দেওয়ার কথা ছিল। পরিবার দরিদ্র হওয়ায় ফি দিতে পারেনি। কয়েকদিন পর ফি পরিশোধ করার শর্তে অনুমতি নিয়ে দুটি পরীক্ষাও দেয় সে।

তবে পরীক্ষা চলাকালীন ছাত্রীকে ফি দেওয়ার জন্য চাপ দিয়ে অপমান করেন এক শিক্ষক। সোমবার তাকে অন্তত ১১০০ টাকা দিয়ে বাকি পরীক্ষায় বসতে বলা হয়। বাসায় ফিরে লাবনী তার বাবাকে বলে আর পরীক্ষা দিতে হবে না। এ বলে ঘরে চলে যায়। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, পরীক্ষার ফি দেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি‌। কি জন্য আত্মহত্যা করেছে তা তারা জানেন না। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, পরীক্ষার ফি পরিবার দিতে না পারায় ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহতের পরিবার কোনও লিখিত অভিযোগ জানায়নি। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।