হাতখরচ না পেয়ে গলায় ফাঁস নিলেন ছাত্রলীগ নেতা
বগুড়ায় হাতখরচ না পাওয়ায় অভিমানে নাঈম ভূঁইয়া (২০) নামে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৭ মে) সকালে সদর উপজেলার কলোনি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত নাঈম ভূঁইয়া বগুড়া ধনুট উপজেলার উজালসিং এলাকার বাসিন্দা। তিনি মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজু বলেন, আমরা দুই ভাই ও নানি শহরের কলোনি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। নাঈম শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করে। কয়েক দিন ধরে সে পরিবারের কাছে টাকা চাচ্ছিল। কিন্তু টাকা দিতে না পারায় সে অভিমান করে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, নাঈম ধুনট উপজেলার মধুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার এমন মৃত্যুতে জেলা ছাত্রলীগ শোকাহত।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।