১৭ মে ২০২৩, ১১:৪৯

ছাত্রীকে প্রেম নিবেদনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

বেলাবতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা  © সংগৃহীত

নরসিংদীর বেলাবতে সাবেক এক ছাত্রীকে প্রেম নিবেদন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে। এর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উপজেলার এ.এন.এম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। 

পরে এর প্রতিবাদ জানিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মঙ্গলবার এ অবরোধে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

তবে প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন দাবি করেন, মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে ফাঁসানোর জন্য শিক্ষার্থীদের সড়কে নামানো হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী খান রিপন বলেন, বিষয়টি নিয়ে ইউএনও ও সার্কেল এসপির সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন, এসএসসি পরীক্ষা শেষ হলে ঘটনাটি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। এ আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাননি।