বোরহানউদ্দিনে ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোট ১৪৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ মে) বেলা ১২ টার দিকে উপজেলা হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পিইডিপি- এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল এমপি বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নাই। তাই কোমলমতি শিশুদের যত্নসহকারে শিখাতে হবে। এরাই আগামী প্রজন্মের ধারক ও বাহক।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আমজাদ হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।