দাখিল পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে শিক্ষকসহ আটক ১০
বরগুনা জেলার তালতলী উপজেলায় মাদ্রাসায় সুপারের ঘরে বসে ওই মাদ্রাসার ছাত্রদের নকল সরবরাহ করার সময় সুপারের স্ত্রী সহ ১০ জনকে আটক করেছে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আরেক টুম্পা।
পুলিশ সূত্রে জানা গেছে, সালেহিয়া দাখিল পরীক্ষা কেন্দ্রের পাশে সুপারের বাড়ির ভাড়াটিয়া কক্ষে বসে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নের উত্তর লিখে সরবরাহ করতে ছিল। পরীক্ষার ১ঘন্টা সময় পার হওয়ার কিছু পরেই গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশের সহয়তায় ইউএনও অভিযান চালিয়ে হাতেনাতে আজকের অনুস্ঠিত হওয়া গণিত প্রশ্নের হুবহু উত্তর সহ তাদের কে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করেন।
গ্রেপ্তারকৃতরা হল, নাজমা বেগম, ফাহিম, শাফা মনি, মোসা ফাহিমা, মেহেদী, ইয়াসীন হাসান রাব্বি, মোসা ফাজিলা, শাহনেওয়াজ। এদেরকে বর্তমানে তালতলী থানায় নিয়ে আসা হয়েছে।
এব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত আনোয়ারা টুম্পা বলেন, আমরা অভিযোগের সত্যতা পাই এবং হাতেনাতে নকলসহ শিক্ষক-শিক্ষিকাদের আটক করি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান করা হবে।