০২ মে ২০২৩, ১৭:১৫
এসএসসি পরীক্ষার চলাকালে কোচিং খোলা রাখায় জরিমানা
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার চলাকালে কোচিং খোলা রাখার অভিযোগে দিনাজপুরে পাইওনিয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২ মে) সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় কোচিং সেন্টারটিতে অভিযান পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পাইওনিয়ার কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়া যায়। এ সময় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই কোচিংয়ের কার্যক্রম বন্ধ করতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।