মোটরসাইকেলে বেপরোয়া তিন বন্ধু, প্রাণ গেল অনার্সের ছাত্রের
নড়াইলের লোহাগড়ায় মধুমতি সেতুতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাকেশ গাইন (২২) নামে কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সেতুর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন।
রাকেশ গাইন সদর উপজেলার বাঁশভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে। তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত দুজন হলেন- মোটরসাইকেল আরোহী প্রিতম বিশ্বাস ও তমাল গাইন। সবার বাড়ি সদর উপজেলার বাঁশভিটা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু গোপালগঞ্জের দিক থেকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে নড়াইলে যাচ্ছিলেন। মধুমতি সেতুর মাঝামাঝি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাকেশকে। আহত অপর দুজন চিকিৎসাধীন আছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।