২১ এপ্রিল ২০২৩, ০৯:৫৮

ঈদের ছুটিতে বন্ধ মাদ্রাসার কক্ষে মিলল শিক্ষকের লাশ

ঈদের ছুটিতে বন্ধ মাদ্রাসার কক্ষে মিলল শিক্ষকের লাশ
মাদ্রাসার সামনে স্থানীয়দের ভিড়  © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক‌টি মাদ্রাসার কক্ষ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে পরশুরামের কুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসার এক‌টি কক্ষের মেঝে থেকে লাশ উদ্ধার করা হয়।

শিক্ষকের নাম আবু তালেব। তিনি ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত ১৮ এপ্রিল সেহেরি খাওয়ার পর নামাজ পড়তে বের হয়ে আর ফেরেন‌নি। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড। রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

আবু তালেবের ছোট ভাই রেজাউল ইসলাম জানান, ১৮ এপ্রিল ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে ফেরেননি তিনি। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় কেউ খোঁজ নিতেও যাননি। দু’দিন খোঁজ নিয়েছিলেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার মাদ্রাসায় গিয়ে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন কর‌া যাবে।