লাঠিপেটা করে রেলের ছাদ থেকে নামানো হচ্ছে যাত্রীদের
রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন ঈদে ঘরমুখী যাত্রীরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসব যাত্রীরা ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের দাবি করেছেন বলে জানা গেছ। এসময় রেলের দায়িত্বশীল কর্মকর্তাদের উশৃঙ্খল এসব যাত্রীদেরকে লাঠিপেটা করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনলাইনে টিকিট কাটতে না পেরে রেল স্টেশনে ভিড় জমান এবং স্ট্যান্ডিং টিকিটের দাবি করেন। তবে রেলওয়ে কর্মকর্তারা সক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ যাত্রীরা রেলস্টেশনে হামলা ও ভাঙচুর করেন। এক পর্যায়ে প্লাটফর্মের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে যান হাজার হাজার ঈদযাত্রী।
এ সময় অনেকে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদেও উঠে যান। তবে রেলওয়ে পুলিশসহ সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।
এরইমধ্যে কিছু যাত্রী একত্র হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং বিমানবন্দর রেল স্টেশনের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহকারী কমান্ড্যান্ট ফিরোজ আলী বলেন, এসব যাত্রীরা একবার গেট ভেঙে ঢুকেছিল। পরে আবার আমরা বের করে দিয়েছিলাম। তারপর আবার রেলওয়ের চারপাশ থেকে তারা অ্যাটাক শুরু করে।
বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, একটি পক্ষ থাকে যারা বিনা টিকিটেই প্রতি বছর যাওয়ার পাঁয়তারা করে। আজকে গার্মেন্টস ছুটির পর শ্রমিকদের একটি গ্রুপ একই পাঁয়তারা করেছে। পরে বিমানবন্দর স্টেশনে হামলা চালিয়েছে।